আল্লাহর সৃষ্টির কতইনা অপরূপ নিদর্শন। কত সুন্দর ফুল ফল সৃষ্টি করেছেন তিনি। সৃষ্টির নিদর্শন অদ্ভুত আকৃতির পেপের দেখা মিলেছে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায়। পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বারইয়ারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন ডিলার এর ঘরের পাশে পেপে গাছে এমন একটি পেপে ধরেছে যাতে অনেকটা পাঁচ আঙ্গুলের মতো দেখতে। তিনি পেপেটি গাছ থেকে নামিয়ে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানো রেখেছেন। এমন আকৃতির পেপে দেখতে কৌতুহলী মানুষরা ভিড় করছেন।
আবুল হোসেন ডিলার বলেন, গাছ থেকে পেপেটি নামিয়ে দেখি অদ্ভুত ধরনের। অনেকটা পাঁচ আঙ্গুলের মত দেখতে। আমি পেপেটি না খেয়ে রেখে দিয়েছি।