Wednesday, 12 November 2025

[acf field="title_top"]

অনন্য মাইলফলকের সামনে মাশরাফি

[acf field="title_bottom"]

প্রকাশিত :

[acf field="reporter_name"]

[photo_card_and_fontsize]

[custom_ad id="2"]

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট পেয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সে ম্যাচে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এর মাধ্যমে পাকিস্তানি তারকা পেসার শোয়েব আখতারকে ছুঁয়ে ফেলেছেন মাশরাফি। এবার আরেকটি মাইলফলকের সামনে নড়াইল এক্সপ্রেস।

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বেশ কিছুদিন ধরেই দারুণ পারফর্ম করছে বাংলাদেশ দল। শুধু নেতৃত্ব নয়, সবসময় দলের কাণ্ডারির ভূমিকায় পারফর্ম করে দলকে টেনে তুলেছেন সফলতম এই অধিনায়ক। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ উইকেট অর্জন করতে মাত্র তিনটি উইকেট প্রয়োজন তার।

এখন পর্যন্ত ১৯১টি ম্যাচ খেলেছেন মাশরাফি। শিকার করেছেন ২৪৭ উইকেট। আর মাত্র ৩টি উইকেট পেলেই প্রথম বাংলাদেশি হিসেবে আড়াইশ’ উইকেটের ঘরে ঢুকে যাবেন। পাশাপাশি ওয়ানডেতে দ্রুততম ২৫০ উইকেট পাওয়া বোলারের তালিকায় পেছনে ফেলবেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব ও লংকান পেসমেশিন চামিন্দা ভাসকে।

কপিল ২১৮ ম্যাচে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। আর ভাস সেই তালিকায় ঢুকতে খেলেন ২০৪ ম্যাচ। আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচেই ৩ উইকেট পেলে সবচেয়ে দ্রুত আড়াইশ’ উইকেট পাওয়ার তালিকায় ঢুকে যাবেন মাশরাফি। সেক্ষেত্রে ১৯২ ম্যাচেই এ কীর্তি গড়বেন তিনি। সেই সঙ্গে কপিল-ভাসকে পেছনে ফেলবেন মাশরাফি।

ওয়ানডে ক্রিকেটে মাখায়া এনটিনি (২৬৬), জেমস অ্যান্ডারসন (২৬৯), হরভজন সিং (২৬৯), অ্যালান ডোনাল্ড (২৭২), জ্যাক ক্যালিস ২৭২টি উইকেট লাভ করেন। মাশরাফির সামনে তাদেরকে ও ছাড়িয়ে যাবার সুযোগ রয়েছে।

তবে এই ব্যাপারে মোটেও অতিরিক্ত আগ্রহ নেই বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘আমার আসলে এসব নিয়ে বাড়তি কোনো আগ্রহ নেই। প্রত্যেক বোলারের জন্য আলাদা আলাদা মাইলফলক থাকে। আমার ক্ষেত্রে বলব, ১০০ বা ২০০ উইকেটের মাইলফলকের ক্ষেত্রেই কোনো অনুভূতি আসেনি। সেখানে ২৫০ উইকেটের ক্ষেত্রেও এমন কিছুর প্রশ্ন ওঠে না।’

তবে দলে নিজের ভূমিকা যথাযথভাবে পালন করতে চান বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটি ম্যাচ খেলা। ম্যাচে ছোট ছোট অবদান, যতটুকু আমি রাখতে পারি, সেটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে, যদি আমি সম্পূর্ণ ম্যাচ খেলতে পারি, চেষ্টা করব আবদান রাখার জন্য।’

তিনটি উইকেট অর্জনে মাশরাফির নজর থাকবে না সেটি নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই। তবে দলের জন্য ভূমিকা রাখতে গিয়ে তিনটি উইকেট পেলে বরং ভক্তরা আনন্দিত হবে। তাই ভালো খেলাকেই মাইলফলক হিসেবে নিয়েছেন মাশরাফি।

সর্বশেষ

মিরসরাইয়ে যুবদল নেতা আবু ছায়েদের উপর হামলা

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে আবু ছায়েদ নামে এক যুবদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫...

নির্বাচনকে ঘিরে মিরসরাইয়ে বিএনপির উঠান বৈঠক

  নিজস্ব প্রতিনিধি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিরসরাইয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...

মিরসরাইয়ের হিঙ্গুলীতে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ...

মিরসরাইয়ে রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষক ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামত’ শীর্ষক ৩১ দফা...

আরও পড়ুন

মিরসরাইয়ে টাইফয়েড টিকা পাচ্ছে ১ লাখ ৩৪ হাজার শিশু কিশোর

মিরসরাই প্রতিনিধি:: দেশব্যপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে মিরসরাইয়ে আজ শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন।...

মিরসরাই যুব স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের সম্মানে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভা

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা ২০২৫-এ রানার্স আপ হওয়ায় মিরসরাই যুব স্পোর্টস...

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির কথা গ্রাম-গঞ্জে তুলে ধরত হবে

  মিরসরাই প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা গ্রাম-গঞ্জের মানুষের কাছে...