Saturday, 8 November 2025

[acf field="title_top"]

আইসিসি প্রকাশিত ৮০ দলের র‌্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তান, সেরা ১০ এ বাংলাদেশ

[acf field="title_bottom"]

প্রকাশিত :

[acf field="reporter_name"]

[photo_card_and_fontsize]

[custom_ad id="2"]

ডেস্ক রিপোর্ট

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশ করেছে টি-টোয়েন্টির ৮০ দলের র‌্যাংকিং। ২৮৬ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে পাকিস্তান এবং কোন পয়েন্ট না নিয়ে ৮০তম স্থানে অবস্থান করছে লেসেথো।

ক্রিকেট খেলে এমন সব দেশকেই টি-টোয়েন্টি স্ট্যাটাস দেয় আইসিসি। খেলাটির বিশ্বায়নের লক্ষ্যে প্রথমবারের ৮০ দলের র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। যাতে করে দেশগুলো আইসিসির মানদণ্ডে নিজেদের উন্নতি-অবনতির খোঁজ রাখতে পারে।

২০১৬ সালের মে মাসের পর থেকে অন্তত ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা দেশগুলো এই র‍্যাংকিংয়ে জায়গা করে নেয়। নতুন এই নিয়মের ফলে র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো উঠে এসেছে অস্ট্রিয়া, বৎসোয়ানা, লুক্সেমবার্গ, মোজাম্বিকের মতো দেশগুলোর নাম।

তবে নতুন এই র‌্যাংকিংয়ে পুরনো দেশগুলো আগের মতোই নিজেদের অবস্থানে রয়েছে। যেখানে শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান। পরিবর্তন আসেনি শীর্ষ পাঁচের মধ্যে। তবে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করেছে দুইয়ে থাকা ভারত এবং পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকা।

এছাড়া একধাপ করে এগিয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। নিজেদের ইতিহাসের সেরা সপ্তম অবস্থানে উঠে এসেছে আফগানরা। নয়ে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ রয়ে গেছে দশেই। তবে ২২০ রেটিং থাকা বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে ২১২ রেটিং নিয়ে ১১তে থাকা নেপাল।

এক নজরে দেখে নিন ৮০ দলের টি-টোয়েন্টি র‍্যাংকিং

১. পাকিস্তান- ২৮৬
২. দক্ষিণ আফ্রিকা- ২৬২
৩. ইংল্যান্ড- ২৬১
৪. অস্ট্রেলিয়া- ২৬১
৫. ভারত- ২৬০
৬. নিউজিল্যান্ড- ২৫৪
৭. আফগানিস্তান- ২৪১
৮. শ্রীলঙ্কা- ২২৭
৯. ওয়েস্ট ইন্ডিজ- ২২৬
১০. বাংলাদেশ- ২২০
১১. নেপাল- ২১২
১২. স্কটল্যান্ড- ১৯৯
১৩. জিম্বাবুয়ে- ১৯২
১৪. নেদারল্যান্ডস- ১৮৭
১৫. আয়ারল্যান্ড- ১২
১৬. আরব আমিরাত- ১৮১
১৭. পাপুয়া নিউগিনি- ১৭২
১৮. ওমান- ১৫৫
১৯. হংকং- ১৫২
২০. নামিবিয়া- ১৪১
২১. কাতার- ১২৯
২২. সৌদি আরব- ১২১
২৩. সিংগাপুর- ১১৮
২৪. ডেনমার্ক- ১১৬
২৫. কানাডা- ১১১
২৬. জার্সি- ১০৬
২৭. কুয়েত- ১০৪
২৮. ঘানা- ১০০
২৯. কেনিয়া- ৯৫
৩০. বৎসোয়ানা- ৯৩
৩১. যুক্তরাষ্ট্র- ৮৪
৩২. অস্ট্রিয়া- ৭৩
৩৩. মালয়েশিয়া- ৭৩
৩৪. গার্নসি- ৬৮
৩৫. উগান্ডা- ৬৮
৩৬. জার্মানি- ৬৪
৩৭. সুইডেন- ৫৮
৩৮. তানজানিয়া- ৫৬
৩৯. নাইজেরিয়া- ৫৫
৪০. লুক্সেমবার্গ- ৫৫
৪১. স্পেইন- ৫৩
৪২. ফিলিপাইন- ৪৮
৪৩. ফ্রান্স- ৪৫
৪৪. বেলিজ- ৪২
৪৫. বেলজিয়াম- ৪০
৪৬. পেরু- ৪০
৪৭. বাহরাইন- ৩৭
৪৮. মেক্সিকো- ৩৬
৪৯. ফিজি- ৩৫
৫০. সামোয়া- ৩৪
৫১. ভানুয়াটু- ৩৩
৫২. পানামা- ৩২
৫৩. জাপান- ৩২
৫৪. কোস্টা রিকা- ৩২
৫৫. থাইল্যান্ড- ৩১
৫৬. আর্জেন্টিনা- ৩১
৫৭. হাঙ্গেরি- ৩০
৫৮. মোজাম্বিক- ২৯
৫৯. চিলি- ২৫
৬০. মালাবি- ২৫
৬১. ইসরায়েল- ২৫
৬২. ভুটান- ২৩
৬৩. ফিনল্যান্ড- ২২
৬৪. দক্ষিণ কোরিয়া- ২২
৬৫. আইসল অব ম্যান- ২১
৬৬. মাল্টা- ১৪
৬৭. বুলগেরিয়া- ১৪
৬৮. সিয়েরা লিওন- ১২
৬৯. ব্রাজিল- ১২
৭০. চেক রিপাবলিক- ৯
৭১. সেইন্ট হেলেনা- ৯
৭২. মালদ্বীপ- ৮
৭৩. জিব্রাল্টার- ৪
৭৪. মায়ানমার- ৩
৭৫. ইন্দোনেশিয়া- ০
৭৬. চায়না- ০
৭৭. গাম্বিয়া- ০
৭৮. সোয়াজিল্যান্ড- ০
৭৯. রুয়ান্ডা- ০
৮০. লেসোথো- ০

৮০ দলের বাইরে আইসিসি সদস্যপদ পাওয়ার পর কায়ম্যান আইসল্যান্ড, সাইপ্রাস, এস্তোনিয়া, গ্রিস, ইতালি, নরওয়ে, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, তুর্কি, ক্যামেরুন এবং বারমুডাও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। কিন্তু পয়েন্ট টেবিলে নাম লেখানোর মতো যথেষ্ট ম্যাচ খেলা হয়নি তাদের। তাই নামগুলো র‌্যাংকিংয়ে আসেনি।

সর্বশেষ

মিরসরাইয়ে যুবদল নেতা আবু ছায়েদের উপর হামলা

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে আবু ছায়েদ নামে এক যুবদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫...

নির্বাচনকে ঘিরে মিরসরাইয়ে বিএনপির উঠান বৈঠক

  নিজস্ব প্রতিনিধি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিরসরাইয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...

মিরসরাইয়ের হিঙ্গুলীতে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ...

মিরসরাইয়ে রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষক ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামত’ শীর্ষক ৩১ দফা...

আরও পড়ুন

মিরসরাই যুব স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের সম্মানে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভা

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা ২০২৫-এ রানার্স আপ হওয়ায় মিরসরাই যুব স্পোর্টস...

মিরসরাই ফুটবল উৎসবে আরিয়ান ট্রেডার্স চ্যাম্পিয়ন

মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ৬দিন ব্যাপী ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা অনুষ্ঠানের ফাইনাল খেলায় আরিয়ান ট্রেডার্স...

মিরসরাই ফুটবল উৎসবে ফাইনালে যুব স্পোর্টস ও আরিয়ান ট্রেডার্স

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা ২০২৫ এর সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। শনিবার (২৪...