আওয়ামীলীগ নেতা আবু তাহের এর উদ্যেগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

222

 

মিরসরাই প্রতিনিধি

করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিলে এই সময়ে সতর্কতা অবলম্বন করে ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন আলহাজ্ব আবু তাহের নামে মিরসরাইয়ের এক আওয়ামীলীগ নেতা। অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে তাঁর সৌজন্যে।

জানা গেছে, স্থানীয় ১১ নং মঘাদিয়া ইউনিয়নস্থ ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের এই সভাপতি করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকে গোপনে ত্রাণ সামগ্রী বিতরণ ও অর্থ সহায়তা দিয়ে আসছেন।

আজ সোমবার (১১ মে) এসব উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ১১নং মঘাদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর হোসেন। এইসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবু তাহের এর একমাত্র সন্তান আরিফ হোসাইন।

মুক্তিযোদ্ধা কমান্ডার নুর হোসেন বলেন, আওয়ামীলীগে নেতা আলহাজ্ব আবু তাহের একজন দানশীল ব্যক্তি। দীর্ঘদিন তিনি রাজনীতির পাশাপাশি সমাজ সেবার সাথে সক্রিয়ভাবে জড়িত। করোনাকালীন সময়ে শুরু থেকেই অসহায়দের পাশে থেকে সহায়তা করে আসছেন। এরই ধারাবাহিকতায় আমাদের ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আবু তাহের এর সন্তান আরিফ হোসাইন বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনার প্রভাবে সাধারণ মানুষ বিশেষ করে নিম্ম আয়ের মানুষ কষ্টে রয়েছে। ব্যক্তিগত দায়বোধ থেকেই আমার বাবা সব সময় এলাকার মানুষদের সাহায্য সহযোগীতা করে থাকেন। এরই ধারাবাহিকতায় ৯টি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আমার বাবা ব্যবসায়ীক কাজে প্রবাসে অবস্থান করায় স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অসহায় মানুষদের পাশে থেকে এই সহযোগীতার ধারা অব্যাহত থাকবে বলেও জানান আরিফ হোসাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here