আবরার হত্যাকারীদের শাস্তির দাবীতে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

426

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে চট্টগ্রামের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৪ অক্টোবর) ক্যাম্পাসের সামনের সড়কে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অনির্বাণ সংঠনের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, রাজু ফারহান, কামরান খান, মানচুরুল আলম, তানভীর ইসলাম তুষার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। আবরার হত্যা মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় এনে এবং হত্যাকান্ডের সাথে জড়িত প্রত্যেকের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান। যেন আর কোন মেধাবী শিক্ষার্থীতে এভাবে প্রাণ দিতে না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here