আবারও চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মিরসরাই থানার কবির হোসেন

102

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম জেলায় আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন। বৃহস্পতিবার (১১ মে) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংবর্ধনা অনুষ্ঠানে ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ বিষয়ক সভায় জেলার শ্রেষ্ঠ ওসির নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ বিপিএম। এসময় তিনি মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেনের হাতে সম্মাননা সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন তিনি।

জানা গেছে, ২০০৭ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক পদে যোগদান করেন। ২০২২ সালের ৬ মার্চ মিরসরাই থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মো. কবির হোসেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কবির হোসেন মিরসরাই থানায় যোগদান করার পর কৃতিত্বের সাথে কাজ করে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, ছিনতাই, চুরি ও চুরিকৃত মালামাল উদ্ধারসহ বেশ কিছু মামলার আসামি ও অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন

তিনি মিরসরাই থানায় যোগদান করার পর দ্বিতীয় বারের মতো চট্টগ্রাম জেলা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

এই বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ মাননীয় পুলিশ সুপার, চট্টগ্রাম জেলা এস এম শফিউল্লাহ বিপিএম মহোদয় আমাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here