আবারো মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

261

 

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তাজি নামে এ ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর সদস্যরা রয়েছে যারা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার দাবি করে আসছে।

গতকাল (মঙ্গলবার) ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, তাজি ঘাঁটিতে কয়েকটি কাতিউশা রকেট আঘাত হানে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রকেটগুলো কিভাবে ঘাঁটিতে আঘাত হেনেছে সে ব্যাপারে সামরিক বাহিনীর বিবৃতিতে কিছু বলা হয়নি। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করে নি।

এর আগে গত রোববার ইরাকের সামরিক বাহিনী জানিয়েছিল, আল-বালাদ বিমানঘাঁটিতে আটটি কাতিউশা রকেট আঘাত হানে যাতে চার ব্যক্তি আহত হয়। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে আল-বালাদ ঘাঁটির অবস্থান এবং সেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

এরপর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় প্রতিদিনই এ ধরনের ছোটখাটো হামলা হচ্ছে। পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here