আবুধাবিতে ভাষা শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি

289

মিরসরাই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আবুধাবী দূতাবাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বাংলা হাতের লেখা, কবিতা আবৃতি, একুশের চিত্রাংকন এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা এবং পুরস্কার বিতরণের আয়োজন করে ফেসবুক ভি‌ত্তিক গ্রুপ বাংলাদেশ এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ ব্যাচ। প্রায় ৪০,০০০ হাজার সদস্যের গ্রুপটি দেশে বিদেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এই ব্যাচ এরই মধ্যে গড়ে তুলেছে ০২-০৪ ব্লাড ব্যাংক, যার কার্যক্রম চলছে দেশের প্রায় সকল জেলায়। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত উক্ত গ্রুপের উদ্যমী বন্ধুরা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছিলেন। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগীতা প্রদান করেছেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত। এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ ব্যাচের ইয়াছিন আরাফাত সোহাগের সভাপতিত্বে ও আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির আবুধাবীর সভাপতি ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বিমান বাংলাদেশ আবুধাবীর রিজিওনাল ম্যানেজার এন.সি.বড়ুয়া, জনতা ব্যাংক আবুধাবি শাখার ব্যবস্থাপক আব্দুল হাই, বাংলাদেশ সমিতি আবুধাবীর সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি দিদারুল আলম, মিরসরাই সমিতির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সপাল কাজী আব্দুর রহিম ও একাত্তর টিভির আরব আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান।

আবুধাবি ব্লাড ব্যাংক টিম এবি পজেটিভ, বি পজেটিভ এবং ও পজেটিভ ছাড়া ৪৮ জনের ব্লাড ব্যাংক সংগ্রহ করে। চিত্রাঙ্কন, কবিতা ও হাতের লেখা সব মিলে ৫১জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে প্রতিযোগিতায়। তার মধ্যে চিত্রাঙ্কনে ৫ জন, হাতের লেখা ১ জন ও কবিতায় ১ জনকে পুরস্কিত করা হয় এবং অংশগ্রহণকারী সকলের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here