
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয় এর ২য় ফটক এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে কাজের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ মোহাম্মদ আতাউর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল আলম, উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তফা মানিক, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম খোকন, ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ খাঁন সহ কমিটি ও এলাকার ব্যক্তি বর্গ।
প্রসঙ্গগত, মিরসরাই সমিতির সভাপতি, সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খাঁন সিআইপির অর্থায়নে এই গেইটের মূল ফটক নির্মাণ করা হচ্ছে।
