মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও কর্মহীন ৩ শত ১০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ৯১ ব্যাচের শিক্ষার্থীরা আবুরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় ওই ব্যাচের সাময়িক কর্মহীন হয়ে পড়া ৪ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও ৯১ ব্যাচের শিক্ষার্থী নুরুল আলমের সার্বিক তত্বাবধানে কর্মসূচী বাস্তবায়নে সহায়তা করেন ৯১ ব্যাচের শিক্ষার্থী সানা উল্ল্যাহ, সাইফুল ইসলাম, নুরুল আবছার, জয়নাল আবেদীন, মহি উদ্দিন, নিরঞ্জন দাশ. ডা. নুর উদ্দিনসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য মহি উদ্দিন নিজামী।
ঈদ উপহার সামগ্রী বিতরণের অন্যতম উদ্যোক্তা নুরুল আলম বলেন, আবুরহাট উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে অসংখ্য ব্যাচ ইতিমধ্যে পড়াশোনার গন্ডি শেষ করেছে। সবাই যদি অসহায়দের পাশে দাঁড়ায় তাহলে কোন গরীব, অসহায় কষ্টে দিন যাপন করবে না। আমাদের ব্যাচের উদ্যোগে ভবিষ্যতেও নানা সমাজকল্যাণমূলক কর্মসূচী বাস্তবায়ন করার প্রক্রিয়া চলছে।