
নিউজ ডেস্ক..
ইভিএমে কারচুপির আশঙ্কা থাকে দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ঐক্যফ্রন্ট যে দাবি দিয়েছে, তা হাসিনার পক্ষে মানা সম্ভব নয়। সে কারণে আমার মনে হয় সংলাপ ফলপ্রসূ হবে না।
বৃহস্পতিবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, এরশাদের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রংপুর জেলা সাধারণ সম্পাদক এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর, মহানগর সেক্রেটারি এস এম ইয়াসির, জেলা যুগ্ম সম্পাদক হাজি আবদুর রাজ্জাক, শাফিউল ইসলাম শাফী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী, জাতীয় ছাত্রসমাজের মহানগর সভাপতি ইয়াসির আরাফাত, সেক্রেটারি আমিনুল ইসলাম ছোট প্রমুখ।
এ সময় ইভিএম প্রসঙ্গে এরশাদ বলেন, ইভিএম পরীক্ষিত নয়। ইভিএমকে আমরা সন্দেহের চোখে দেখি। ইভিএমে কারচুপির আশঙ্কা থাকে। তাই আমরা ইভিএমের পক্ষে নই।
এরশাদ আরো বলেন, ঐক্যফ্রন্টে যেসব দল আছে তারা আজ সংলাপে যাবে। আমার মনে হয় সংলাপ ফলপ্রসূ হবে না। যেসব দাবি তারা দিয়েছেন সে দাবি সরকারের পক্ষে মানা সম্ভব নয়। তারা হাসিনার পদত্যাগ চেয়েছেন, হাসিনা কি পদত্যাগ করবেন?
এক দিনের সফরে দুপুরে বিমানে রংপুর আসেন এরশাদ। তার বাড়ি পল্লী নিবাস পুনর্নির্মাণ হওয়ার কারণে তিনি রংপুর পর্যটন মোটেলে রাতযাপন শেষে আজ ঢাকায় ফিরবেন।
