মিরসরাই প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জোরারগঞ্জ এজেন্ট আউটলেটের ২য় বর্ষপূতি পালন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) আল মদিনা শপিং কমপ্লেক্সে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ইসলামী ব্যাংক জোরারগঞ্জ এজেন্ট আউটলেটের ইনচার্জ ছানাউল্লাহ নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বারইয়ারহাট শাখার ম্যানেজার ও এভিপি মোঃ বোরহান উদ্দিন খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম, বেসিক ব্যাংক জোরারগঞ্জ শাখার অফিসার মোঃ মানিক বেগ, মোঃ সানাউল হক, নিপুন অধিকারী,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বারইয়ারহাট শাখার প্রিন্সিপাল অফিসার জাফর আহম্মদ মজুমদার, মোঃ মাঈন উদ্দিন, মোঃ দাউদুল ইসলাম, মোঃ আবুল বাশার, মোঃ ফারুক, মোঃ নুরুল ইসলাম, করের হাট এজেন্ট আউটলেটের ইনচার্জ মোঃ আলতাফ হোসেন ভূঁঞা, সাংবাদিক রাজিব মজুমদার, সমষ্টি উন্নয়ন সমিতির নিবার্হী পরিচালক রতন কুমার নাথ, জোরারগঞ্জ আউটলেটের অফিসার আরাফাত হোসেন, ক্যাশিয়ার মর্জিনা আক্তার লাকী, নাজনীন আক্তার তৃষা, মোক্তার হোসেন ইমামসহ ব্যাংকের এক্সক্লুসিভ গ্রাহকবৃন্দ।