ইসলামী ব্যাংক জোরারগঞ্জ এজেন্ট আউটলেটের ১ম বর্ষপূর্তি পালিত

421

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের সর্বপ্রথম আউটলেট জোরারগঞ্জ এজেন্ট ব্যাংকিং আউটলেট উপশহর’র ১ম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা সম্পন্ন হয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং জোরারগঞ্জ শাখার ইনচার্জ এম ছানা উল্ল্যাহ নিজামীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বারইয়ারহাট শাখার ফাস্ট এ্যসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ বোরহান উদ্দীন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক লিমিটেড জোরারগঞ্জ শাখার ব্রাঞ্চ ইনচার্জ মাহবুবুর রহমান, ইসলামী ব্যাংক বারইয়ারহাট শাখার সিনিয়র অফিসার জাফর আহম্মদ মজুমদার, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য জাবেদ ইকবাল, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং করেরহাট শাখার ইনচার্জ মুহাম্মদ আলতাফ হোসেন ভূঁইয়া, এজেন্ট ব্যাংকিং জোরারগঞ্জ শাখার ক্যাশ ইনচার্জ আরাফাত হোসেন, ক্যাশিয়ার মর্জিনা আক্তার, অফিসার ফোরকান উদ্দিন ও ইমাম উদ্দিন প্রমুখ । বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী জোরারগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে ব্যাংক কার্যালয়ে আলোচনা সভা এবং কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here