ইয়াবা খেয়ে যুবকের মৃত্যু

231

 

ফুলবাড়ীতে নেশাজাতীয় দ্রব্য ইয়াবা খেয়ে মঙ্গলবার রাতে ফারুক মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত ফারুক লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের আব্দুল করিমের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী জানান, রাতে বন্ধুদের সাথে অতিরিক্ত ইয়াবা সেবন করায় ফারুক অসুস্থ হয়ে যায়। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইয়াকুব আলী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত নেশা জাতীয় দ্রব্য সেবন করায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here