মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এম. আলা উদ্দিনের সাথে হিতকরীর নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (২৮ মে) ভাইস চেয়ারম্যানের আবুতোরাবস্থ ব্যক্তিগত কার্যালয়ে এসাক্ষাৎ করেন হিতকরীর নব-নির্বাচিত কমিটি।
হিতকরীর নির্বাচিত সভাপতি নিয়াজুল ইসলাম নয়নের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ সাগর, সহ-অর্থ সম্পাদক ওসমান গনি রাশেদ।
এসময় হিতকরীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এবং তিনি হিতকরীর সকল কার্যক্রমকে সাধুবাদ জানান এবং হিতকরীর ধারাবাহিক সামাজিক উন্নয়নমূলক কাজ চলমান রাখারও পরামর্শ দেন। তিনি বলেন, হিতকরীর তার গতিতে এগিয়ে চলছে। এটি একটি ব্যতিক্রম ধর্মীয় সংগঠন। হিতকরী ইতোমধ্যে সমাজে প্রশংসনীয় কাজ করছে, হিতকরী সদস্যদের ব্যক্তিগত অর্থ থেকে চক্ষু শিবির, ব্লাডগ্রুপিং, সমাজে সচেতনতামূলক লিফলেট ও পোষ্টারিং, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেয়া, ঝঁরে পড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করা যা সত্যিই প্রশংসণীয়।

