
মিরসরাই প্রতিনিধি
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা রিটানিং কর্মকর্তার কাছে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
রেজাউল করিম বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত মানুষদের শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কাজ করবো। সন্ত্রাস-সহিংসতার অবসান ঘটিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশ সৃষ্টি, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও অবাধে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা ও শিক্ষার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনসহ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে আমার। আমার বিশ্বাস মিরসরাইবাসী দল-মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়ী করবে ইনশাআল্লাহ।
রেজাউল করিমের বাড়ি মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর এলাকায়।
