এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারেন!

333

ক্রীড়া প্রতিবেদক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলামে বিদেশি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন। তাকে সর্বোচ্চ ৭.২ কোটি রুপিতে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

দ্বিতীয় সর্বোচ্চ ৬.৪০ কোটিতে প্রোটিয়া ব্যাটসম্যান কলিন ইনগ্রামকে দলে টেনেছে দিল্লি ডেয়ারডেভিলস।
এছাড়া কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে লড়াই করে ৫ কোটি রুপিতে কার্লোস ব্রেথওয়েটকে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব, কলকাতা, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়েলসের সঙ্গে লড়াই করে শিরমন হেটমায়ারকে দলে টানে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু। ৫০ লাখ ভিত্তি মূল্যের হেটমায়ার শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ৪.২০ কোটি রুপিতে। আরেক ক্যারিবীয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরানকে ৪.২০ কোটি রুপিতে দলে টেনেছে পাঞ্জাব। অজি অলরাউন্ডার মরিস হেনরিককেও ১ কোটি রুপিতে দলে টেনেছে তারা। ২ কোটি রুপিতে লাসিথ মালিঙ্গাকে টেনেছে তারই পুরাতন দল মুম্বাই ইন্ডিয়ান্স। ১ কোটি রুপিতে মার্টিন গাপটিলকে নিয়েছে হায়দরাবাদ এবং নিউজিল্যান্ডের লুকি ফারগুসনকে ১.৬০ কোটি রুপিতে নিয়েছে কলকাতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here