নিজস্ব প্রতিনিধি
এসএসসি পরীায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে তামিমা কাওসাইন। সে মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মোঃ সেলিম উদ্দিনের মেয়ে ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিনের ভাতিজি। তাঁর মায়ের নাম সাজেদা আক্তার রুমা। ঢাকা মহানগরী স্কলার্স স্কুল এ্যান্ড কলেজ থেকে পরীা দিয়ে এ ফলাফল অর্জন করে তামিমা। জেএসসি পরীক্ষায়ও সে জিপিএ-৫ অর্জন করেছিল।
তামিমা কাওসাইন উচ্চ শিা অর্জন করে দেশবাসীর সেবার মধ্য দিয়ে মা-বাবার মুখ উজ্জল করতে চায়। একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেতে তামিমা কাওসাইন সকলের কাছে দোয়া প্রার্থী।