এসএসসি পরীক্ষার ফলাফল-মিরসরাই উপজেলায় মেয়েদের মধ্যে সেরা হলো সাংবাদিক কন্যা তানহা

300



মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার ফলাফলে সাংবাদিক কন্যা তাছনিম মাহবুবা তানহা বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ সহ উপজেলায় মেয়েদের মধ্যে সেরা হয়েছে। সে জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ১১৮৫ নাম্বার পেয়ে মেয়েদের মধ্যে সেরা হয়েছে। সম্বিলিত মেধায় ৩য়। সম্মিলিত মেধায় সকল কৃতি শিক্ষার্থীদের মধ্যে সর্ব্বোচ্চ নাম্বার পেয়েছে ১১৯৬ নাঈমুল ইসলাম।

তানহা দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর মিরসরাই প্রতিনিধি, পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুবুর রহমান পলাশের কন্যা।

তানহা জানায়, সে বড় হয়ে ডাক্তার হয়ে দেশ ও জনগনের সেবায় আত্মনিয়োগ হতে চায়। তাঁর এই সাফল্যময় ফলাফলে জেবি উচ্চ বিদ্যালয় সহ সকল শিক্ষকগনের প্রতি কৃতজ্ঞতা জানায় তার বাবা সাংবাদিক পলাশ ও মা তাছলিমা আক্তার চৌধুরী। কন্যার স্বপ্নপূরণে সকলের দোয়া কামনা করেন বাবা মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here