এ কেমন শক্রতা!

183

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের আধাঁরে বোরো বীজতলায় ওষুধ ছিটিয়ে পাঁচ একর জমির ধানের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন দুলাল উদ্দিন (৬৫), রফিকুল ইসলাম (৫৪), শফিকুল ইসলাম (৩১) ও শিরীন (১৯)।

তারা অভিযোগ করেন, একই গ্রামের আলাল মণ্ডল (৬৪) ও জালাল মণ্ডলের (৪০) সাথে তাদের দীর্ঘদিন যাবত জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে আলাল ও জালাল মঙ্গলবার গভীর রাতে আট শতাংশ জমির বোরো বীজতলায় ঘাস মারার ওষুধ ছিটিয়ে বীজের চারা নষ্ট করে দিয়েছে।

দুলাল উদ্দিনের ছেলে আজিজুল হক (৩২) জানান, এ বীজতলায় তারা ১৩৫ কেজি বীজ বপন করে এবং নষ্ট করে দেয়া ধানের চারা তারা প্রায় পাঁচ একর জমিতে রোপনের জন্য প্রস্ততি নিচ্ছিল। এখন আর তারা জমিতে বোরো ফসল উৎপাদন করতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here