ওমরাহ আদায় করতে সৌদিতে বাবর-ফখর

73

 

পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অব্স্থান করছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ও মারকুটে ওপেনার ফখর জামান।

রোববার ইনস্টগ্রামে মসজিদে নববীর আঙ্গিনায় বসা অবস্থার একটি ছবি শেয়ার করে ভক্তদের এ সুসংবাদ দেন ফখর নিজেই।

ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘ফের অনুগ্রহ হয়ে গেলো, আমি মদিনায়।’

তাছাড়া তাদের সাথে ওমরাহ সফরে আছেন ইউটিউবার নাদির আলি। তিনিও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে- বাবর-ফখর দুজনেই পাঞ্জাবি-পায়জামার সাথে টুপি পরে মসজিদে নববীর চত্বরে, একজন বসে আছেন আর অন্যজন রয়েছেন দাঁড়িয়ে।

তারা দুজন ছাড়াও চলমান রমজানে ওয়াকার ইউনিসসহ আরো বেশ কয়েকজন তারকা খেলোয়াড় ও মিডিয়া কর্মী ওমরাহ পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here