বাংলাদেশের কালজয়ী কবি ফররুখ আহমদের ছেলে কবি আহমদ আখতার ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রামপুরাস্থ বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে কিডনি ও নিউরো সংশ্লিষ্ট সমস্যায় ভুগছিলেন।
তিনি দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব-এডিটর ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় সাব-এডিটর হিসেবে কাজ করেছেন।