মিরসরাই প্রতিনিধি
অত্যান্ত ঝাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মিরসরাইয়ের ১ নং করেরহাট ইউনিয়নের কয়লা ৬ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কয়লা জাকির হোসেন বিদ্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটারদের প্রত্যক্ষ ভোটে পুনরায় মহিউদ্দিন মেম্বার সভাপতি ও ইকবাল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলের প্রথম আধিবেশন উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম। প্রধান অতিথি ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। মহিউদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক তপন কুমার ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম আবুল হোসেন, সদস্য আবু সাঈদ চৌধুরী, করেরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হোসেন, ডা. জামাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন কিরণ, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেদায়েত উল্লাহ, উপজেলা যুবলীগ সদস্য আলা উদ্দিন আলো, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অহিদুন্নবী শোভন, উপজেলা ছাত্রলীগের সদস্য মোশাররফ হোসেন প্রমুখ।