করোনা: দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১,২৭৩ জন, মৃত ১৪

187

 

দেশে শনিবার (১৬ মে) থেকে রবিবার (১৭ মে) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,২৭৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৪জন।

ফলে এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২২,২৬৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে।

রবিবার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এতথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৮,৫৭৪টি নমুনা সংগ্রহ এবং ৮,১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

একইসাথে, সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন উঠেছেন আরও ২৫৬ জন। সব মিলিয়ে এপর্যন্ত মোট ৪,৩৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here