কলাবাগান ক্রীড়া চক্রে অভিযান,কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সফিকুল আলম গ্রেপ্তার

205

কলাবাগান ক্রীড়া চক্রে অভিযান চলছে, র‌্যাব হেফাজতে বায়রার সহসভাপতি ফিরোজ

রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সফিকুল আলম ফিরোজকে আটক করেছে র‌্যাব। পাশাপাশি ক্লাবটিতে অভিযান চালাচ্ছে র‍্যাব-২ এর একটি দল। ফিরোজ বেসরকারি জনশক্তি রপ্তানি কারকদের সংগঠন বায়রার সিনিয়র সহ-সভাপতিও।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাবাগান ক্রীড়া চক্রে প্রবেশ করে র‍্যাব। র‌্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।

র‍্যাবের লে. কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সফিকুলকে আমরা আটক করেছি। তাকে সঙ্গে নিয়েই ক্লাবটি তল্লাশি করা হচ্ছে।’

উল্লেখ্য, এবারের জাতীয় নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সফিকুল ফিরোজ। তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। একইসাথে তিনি জনশক্তি ব্যবসায়ীও। বায়রার বর্তমান কমিটির সহসভাপতির দায়িত্বে রয়েছেন শফিকুল আলম ফিরোজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here