আর্জেন্টিনার জন্য এটি ছিল বাঁচা-মরার ম্যাচ। তাতে আমন্ত্রিত দল কাতারকে বিদায় করে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে রোববার স্থানীয় সময় বিকালে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কাতারকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের ভুলে লতারো মার্তিনেসের নৈপুণ্যে এগিয়ে যায় প্রতিযোগিতাটির ১৪ বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের শেষ দিকে পাওলো দিবালার পাসে ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও আগুয়েরো।
কলম্বিয়ার কাছে ২-০ গোলে হার দিয়ে কোপা আমেরিকা শুরু করা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। এতে শেষ আট নিশ্চিত করা নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল দলটি।
তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠলো আর্জেন্টিনা।
সালভাদরে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আগেই গ্রুপ সেরা হওয়া নিশ্চিত করা কলম্বিয়া। তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আট নিশ্চিত করেছে কলম্বিয়া।
২৮ জুন মারাকানায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা।