‘কালার্স অব লাইফ’ দুস্থ ও অসহায়দের মানুষদের পাশে সবসময়

524

আনুষ্ঠানিক ভাবে কালার্স অব লাইফের পথচলা শুরু হয়েছিল ২৬শে অক্টোবর ২০১৮ এ।
গ্র্যান্ড ওপেনিং এর সময় সংগঠনের পক্ষ হতে চারজন দুস্থ মহিলাদের সেলাই মেশিন দিয়েছিল কালার্স অব লাইফ। সেলাই মেশিন গ্রহণকারী চার নারী সেই সেলাই মেশিন দিয়েই মোটামুটি ভাবে তাদের সংসার চালানোর অর্থ উপার্জনের পন্থা খুঁজে পায়। কিন্তু তাদের ছিলনা নির্দিষ্ট কোনো ঠিকানা, যেখানে তারা সেলাই মেশিন নিয়ে বসবে।

আজকে অপ্সরা টেইলার্স এর সহযোগিতায় তাদের একটা নির্দিষ্ট ঠিকানায় বসে কর্ম সংস্থানের ব্যবস্থা করে দিতে পেরেছে কালার্স অব লাইফ। এই চার নারীর সাথে আছে দু’জন দক্ষ টেইলারিং ও কাটিং মাস্টার। এই অস্পরা টেইলার্সে ‘কালার্স অব লাইফ’ এর রেফারেন্সে যারা কাপড় সেলাই করাতে আসবেন, তাদের সেলাইয়ের বিলের নির্দিষ্ট একটা পারসেন্টিস জমা হবে এবং তা দুস্থদের কল্যাণে ব্যায় হবে।

কালার্স অব লাইফের পক্ষ থেকে আরো একটি সুযোগ সবার জন্য রয়েছে। যারা যারা সেলাইয়ে উপর প্রশিক্ষণ নিতে চান তারা একটি নুন্যতম ফির মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবেন এবং প্রশিক্ষণের পর তাদের সার্টিফিকেট প্রদান করা হবে।

ওমেন্স চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট রুহি মোস্তফা, কালার্স অব লাইফের প্রেসিডেন্ট শাকিলা গাফ্ফার, কালার্স অব লাইফের উপদেষ্টা মোস্তাফিজ জামসেদ চৌধুরী, সেক্রেটারি আশা আলম সহ উপস্থিতিতে হালিশহর এইচ ব্লকের ১ নং রোড়ের ১৭ নং বাড়ির ১ম তলায় সকলকে নিয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয় ‘অপ্সরা টেইলার্স’ এর যাত্রা।

‘কালার্স অব লাইভ’ যেনো মানবতার হাত বাড়িয়ে দুস্থ্য এবং অসহায় মানুষদের সাহায্য করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে তাদের পাশে থাকার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here