মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত মাদ্রাসা ছাত্র তৌহিদের চিকিৎসার্থে এগিয়ে এসেছেন লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই। শুক্রবার (২২ মার্চ) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় বাড়িতে গিয়ে তৌহিদের মায়ের হাতে নগদ ৩৫ হাজার টাকা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই’র পরিচালক এজেডএম সাইফুল ইসলাম টুটুল সভাপতি ইলিয়াছ সিরাজী, সেক্রেটারী রাখাল চন্দ্র নাথ, সহ-সভাপতি মাঈন উদ্দিন মনি, সাংবাদিক এম মাঈন উদ্দিন, মোহাম্মদ ইউসুফ ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিম পরিবার সভাপতি বাহা উদ্দিন আকিফ।
উল্লেখ্য, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার জোরারগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোপীনাথ পুরের বাসিন্দা জোরারগঞ্জ মাদ্রাসার ছাত্র তৌহিদ। তাঁর বাবা একজন মুক্তিযোদ্ধা। সে মরণব্যধী ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন শীঘ্রই ভারতে নিয়ে অপারেশন করাতে হবে। এর জন্য প্রয়োজন প্রায় ৪ লক্ষ টাকা। তৌহিদের পরিবারের পক্ষে এতো টাকা যোগান দেয়া কিছুতেই সম্ভব হচ্ছেনা।তাই সমাজের বিত্তবান মানুষ ও প্রতিষ্ঠান এগিয়ে এলে তৌহিদের অপারেশন হবে।
তৌহিদকে সাহায্য করতে বিকাশ করুন ০১৮২৫২৬৮৫৮২ (তৌহিদের মায়ের নম্বর) ডাচ্ বাংলা একাউন্ট ৭০১৭৫১২৩২১৮৪৯ (শরিফুল ইসলাম, তৌহিদের বড় ভাই)
ছবির ক্যাপসনঃলায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই’র পক্ষ থেকে চিকিৎসার জন্য ক্যান্সার আক্রান্ত তৌহিদ ও তাঁর মায়ের হাতে অর্থ তুলে দেয়া হচ্ছে।