মিরসরাই প্রতিনিধি
জোরারগঞ্জে ক্যান্সার আক্রান্ত মাদ্রাসা ছাত্র তৌহিদের চিকিৎসার জন্য সেচ্ছাসেবী সংগঠন গুলোর পাশপাশি এবার এগিয়ে এসেছে মিরসরাই সমিতি ওমান শনিবার ১৩ এপ্রিল বিকেলে জোরারগঞ্জ থানার জোরারগঞ্জ সদর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় বাড়িতে গিয়ে তৌহিদের হাতে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন মিরসরাই সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ রিয়াদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি।
এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব সামশুদ্দিন আবির,দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের জোরারগঞ্জ প্রতিনিধি এবং মিরসরাই প্রেস ক্লাবের সদস্য শাহ আব্দুল্লাহ আল রাহাত,ছাত্রলীগ নেতা রুমি,মোস্তাফিজ,রিয়াজ,শুভ সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় তৌহিদের মা বলেন,এ মাসের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য ভারত নিয়ে যাওয়ার কথা রয়েছ।তিনি তার সন্তানের জন্য সবার নিক দোয়া কামনা করেন। ওমান সমিতির সভাপতি মোহাম্মদ রিয়াদ বলেন, সমিতি প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও অবহেলিত মিরসরাইবাসীর পাশে দাঁড়িয়েছে। আগামীতেও মিরসরাইবাসীর পক্ষে আছি গরিবদের জন্য কাজ করে যাব।ইনশাআল্লাহ
উল্লেখ্য জোরারগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোপীনাথপুরের মুক্তিযোদ্ধা মৃত শামসুল হক ও নুরের নাহারের ছোট সন্তান তৌহিদ (১৭)। সে উপজেলার জোরারগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ২০২০ সালের দাখিল পরীক্ষার্থী। প্রায় ২ বছর দেখা দেওয়া গলার টিউমার এখন মরণব্যাধী ক্যান্সারে রুপ নিয়েছে।অভাবের সংসারে টাকার অভাবে হয়নি ঠিক মতো চিকিৎসা।ডানপিটে দূরন্ত কিশোর তৌহিদ আবার ও খেলার মাঠে ছুটে চলতে চায়,পড়াশুনা করে যেতে যায় বহুদূর।কিন্তু চিকিৎসার প্রয়োজন প্রায় ৪ লক্ষ টাকা।যা জোগাড় হয়েছে সবই প্রায় শেষ।সমাজের বিত্তবানদের দিকে চেয়ে আছে তৌহিদ। তৌহিদকে সাহায্য করতে বিকাশ করুন ০১৮২৫২৬৮৫৮২ (তৌহিদের মায়ের নম্বর), ডাচ্ বাংলা একাউন্ট ৭০১৭৫১২৩২১৮৪৯ (শরিফুল ইসলাম, তৌহিদের বড় ভাই)।