
নিজস্ব প্রতিনিধি
গত ৯ নভেম্বর (শুক্রবার) অক্ষরবৃত্ত প্রকাশন কার্যালয়ে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ক্রিয়েটিভিটি ইভোল্যুশন ফোরাম’র ‘ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড-২০১৮’ সম্মাননা পেয়েছেন কবি ও প্রাবন্ধিক নুর আল আলম।
এই সময় উপস্থিত ছিলেন, কবি এস. এম. সিরাজুল মোস্তফা, কবি ও গীতিকার সাইমন নজরুল, অক্ষরবৃত্ত প্রকাশন’র প্রকাশক আনিস সুজন, অক্ষরবৃত্ত প্রকাশন’র নির্বাহী কাজী জোহেব, ছড়াকার নুরনবী হীরা, কবি আরমান খৈয়াম ও কবি আরাফাত তন্ময়।
এসময় ক্রিয়েটিভিটি ইভোল্যুশন ফোরাম’র মুখপাত্র কবি এস. এম. সিরাজুল মোস্তফা বলেন, ‘বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৃষ্টিশীল প্রতিভা খুঁজে বের করে তাদের বিশেষভাবে সম্মানিত করা ক্রিয়েটিভিটি ইভোল্যুশন ফোরামের লক্ষ্য।
প্রতি তিন মাস পরপর এই অ্যাওয়ার্ড দেয়া হবে। মূল্যায়নের বিষয়গুলো হলো- সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, প্রকাশনা, সমাজসেবা ও সংগঠক।
