খরচের টাকা না দেয়ায় পিতাকে পিটিয়ে খুন

276

 

গাজীপুরের শ্রীপুরে লেখাপড়ার অতিরিক্ত খরচের টাকা না দেয়ায় এক স্কুল শিক্ষক পিতাকে পিটিয়ে হত্যা করেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে।

এ ঘটনায় পুলিশ নিহতের ছেলে ইমরান ফকিরকে (২৫) গ্রেফতার করেছে। নিহতের নাম আব্দুল ওয়াদুদ ওরফে বাবুল মাস্টার (৫৫)। তিনি শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামের মৃত আব্দুল রশিদ মাষ্টারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন বাবুল মাস্টার। তিনি ডান পা না থাকায় কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করতেন। তার ছেলে ইমরান ফকির রাজধানী উত্তরার ডেফোডিল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ছেলের লেখাপড়ার খরচের বাইরে অতিরিক্ত খরচ নিয়ে প্রায় বাবা-ছেলের মধ্যে ঝগড়া ও বাকবিতন্ণ্ডা হতো। এ নিয়ে সোমবার দিবাগত রাত ১টার দিকে বাবুল মাষ্টার সঙ্গে তার ছেলে রাতুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতুল ক্ষিপ্ত হয়ে তার বাবাকে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এসময় গুরুতর আহত হয়ে বাবুল মাস্টার মাটিতে লুটিয়ে পড়েন। এরপর রাতুল নিজেই জাতীয় তথ্য সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলেকে আটক করে এবং বাবুল মাস্টারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বোর রাতে তিনি মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খোরশীদ আলম (রফিক প্রধান) জানান, রাতুল অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তবে প্রতিমাসে রাতুলের চাহিদা মোতাবেক লেখাপড়ার জন্য খরচের টাকা দিলেও অতিরিক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করতেন তার বাবা। এনিয়ে প্রায় বাবা ও ছেলের মধ্যে ঝগড়া ও বাকবিতণ্ডা হতো।

শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীণ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here