নিজস্ব প্রতিবেদক
হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়ার পর আদালতকে অবহিত না করেই তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেয়ার ঘটনায় আদালত অবমাননা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের কারণে বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে জয়নুল আবেদন এই দাবি জানান।
বেগম খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য জয়নুল আবেদীন বলেন, গত ৬ নভেম্বর খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য আমরা আবেদন করেছিলাম কিন্তু আজ পর্যন্ত সে আবেদন তারা গ্রহণ করেনি। আজ সকালে খবর পেলাম, মাত্র আধা ঘন্টার নোটিশে তাকে ব্যাগ এন্ড ব্যাগেজসহ আদালতকে কিছুই না জানিয়ে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। আমরা তার আইনজীবী। আমাদেরকে বিষয়টি জানানো উচিৎ ছিলো।
তিনি আরো বলেন, মূলত আদালতের নির্দেশের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। তাই কর্তৃপক্ষ বিষয়টি আদালতকেও অবহিত করেনি। সেরকম কোন নোটিশ দেয়া হয়নি। এটা দুঃখজনক। এতে বিচার বিভাগের আদেশ অবজ্ঞা করা হয়েছে। সরকার এ আদেশ অবজ্ঞা করে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে।
সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জয়নুল আরও বলেন, বিনা চিকিৎসায় সরকার খালেদা জিয়াকে মেরে ফেলতে চাইছে। এতে আমাদের আইনজীবীদের এবং দেশের সাধারণ মানুষের মনে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে কিনা বা আদৌ নির্বাচন হবে কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে।
তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপকালে বিরোধীদলের নেতাকর্মীদের গতকাল দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সংলাপ শেষে বলা হয়েছে, তফসিল হলেও আলোচনা চলবে। খালেদা জিয়ার চিকিৎসা না করিয়ে সরকার তাকে কারাগারে পাঠানোয় আর কি আলোচনা হবে?
সরকারের প্রতি অনুরোধ জানিয়ে জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়াকে আবার হাসপাতালে ফিরিয়ে নিতে আমরা সরকারকে অনুরোধ করছি। তার চিকিৎসার জন্য গঠিত বোর্ড না বলা পর্যন্ত তাকে হাসপাতালে রাখারও অনুরোধ করছি। আমরা এজন্যই একটি স্বাধীন ও ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার আবেদন জানিয়েছিলাম। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি খালেদা জিয়ার পছন্দনীয় চিকিৎসকদের দিয়ে তার চিকিৎসা করানোর। আর যেহেতু রাজনৈতিক মামলায় তাকে সাজা দেয়া হয়েছে তাই খালেদা জিয়ার মুক্তি চাইছি।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সঞ্চলানায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তাফা, ট্রেজারার নাসরিন আখতার, সহ সম্পাদক কাজী জয়নাল আবেদীন, এড আহসান উল্লাহ, মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার শফিউল মাহমুদ, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আইয়ুব আলী আশ্রাফী, আনিছুর রহমান খান প্রমুখ।