খালেদা জিয়া ও মিরসরাই বিএনপির কারাবন্ধি নেতাদের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ

757


মিরসরাই প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মিরসরাই উপজেলা বিএনপি, ছাত্রদল যুবদলের কারাবন্ধি নেতা-কর্মীদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কারাবন্ধি নেতাদের মধ্যে অন্যতম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপি নেতা মুসা চেয়ারম্যান, মাসুকুল আলম সোহান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসন ও উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রাসেল, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুল হাসান মাসুদ, সাংগঠনিক সম্পাদক দাউদুল ইসলাম,ইছাখালী ছাত্রদলের আহ্বায়ক রোম্মান, ওচমানপুর ছাত্রদলের সভাপতি তুহিন উপজেলা ছাত্রদল নেতা সালমান হায়দার,

আব্দুল্লাহ আল নোমান, ফরহাদ,কাটাছড়া ছাত্রদলের আহবায়ক শাহাদাত, ওচমানপুর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতা উল্লাহ্ রনি, মিরসরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমন,দূর্গাপুর ছাত্রদলের আহ্বায়ক আমজাদ হোসেন রাজু,মিরসরাই সদর ইউনিয়নের আহবায়ক শহীদুল ইসলাম,ছাত্রনেতা জাহেদুল ইসলাম চৌধুরী, মাসুক, পারভেজ, নাজিম উদ্দিন,আকবর মির্জা। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর, যুবদল নেতা সুমন, মমতাজ ও এরাদুল হক সহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে আদালত বিএনপি নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here