গন অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মিরসরাইয়ে স্মরণসভা অনুষ্ঠিত

46

মিরসরাই প্রতিনিধি
বিগত জুলাই ও আগষ্টের ছাত্রজনতার গন অভ্যুত্থানে নিহত ও আহতগনের স্মৃতিচারণ ও শ্রদ্ধাজ্ঞাপনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট নজরুল গবেষক ও শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন।

বক্তব্য রাখেন উপজেলার সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তি, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, আসাদুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন, ইসলামী আন্দোলনের নেতা মুফতি মহিউদ্দিন, ইসলামী আন্দোলন মিরসরাই উপজেলার সভাপতি মাওলানা রিদওয়ান, নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা মোহন দে প্রমুখ।

আলোচনায় বক্তাগন বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্বে দীর্ঘ ১৫ বছর বিগত আওয়ামীলীগ সরকারের নানা অন্যায়, জনগনকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সহ গন অধিকার বঞ্চিত নানা বৈষম্যের কথা উপস্থাপন করে গনঅভ্যুত্থানের এই চেতনা ধারন করে আগামীতে সবাইকেই এর থেকে শিক্ষা নেয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here