নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের উদ্যেগে সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পৃষ্ঠপোষক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। বৃহষ্পতিবার (২৩ আগষ্ট) ঈদুল আযহার পরদিন শান্তিনীড় কার্যালয়ে সন্ধ্যার পর ঘরোয়া পরিবেশে এই সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পৃষ্ঠপোষক সংবর্ধনা সম্পন্ন হয়।
শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে সমবেত জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আড্ডায় গান-কবিতা-কৌতুক-সংলাপ-ধারাভাষ্যসহ বিভিন্ন জমকালো পরিবেশনা দিয়ে মাতিয়ে রাখেন শিল্পী মতিলাল, সাংবাদিক আবু সুফিয়ান,কবি দাউদুল ইসলাম, দেলােয়ার হোসেন, আক্তারুজ্জামান, রুমা চৌধুরী, সাইদুল ইসলাম, নবাব সিরাজুদ্দৌলাসহ উপস্থিত অনেকেই। এছাড়া উপস্থিত শান্তিনীড় উপদেষ্টা, পৃষ্ঠপোষক, সাধারণ সদস্য ও শুভানুধ্যায়ীদের স্ব-স্ব পরিবেশনায় আড্ডার পরিবেশে ভিন্নমাত্রা পায়।
পঞ্চমবারের মত সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন শান্তিনীড় পৃষ্ঠপোষক সদস্য ও কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগ কক্সবাজারের বিভাগীয় কর্মকর্তা মো: কামরুল ইসলাম চৌধুরী, শান্তিনীড় পৃষ্ঠপোষক বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, শান্তিনীড় পৃষ্ঠপোষক মীর্জা জসীম উদ্দিন, কক্সবাজারস্থ মিরসরাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শান্তিনীড় পৃষ্ঠপোষক দেলোয়ার হোসেন, শান্তিনীড় পৃষ্ঠপোষক আল-কোরাইশী ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক কুয়েত প্রবাসী আবুল খায়ের সেলিম, শান্তিনীড় পৃষ্ঠপোষক ইউএ প্রবাসী ব্যবসায়ী এম.এ তাহের ভূঁইয়া, পৃষ্ঠপোষক ইউএই প্রবাসী সেন্ড মেরিন রেস্টুরেন্টের ম্যানেজিং পার্টনার জাফর উল্ল্যাহ, পৃষ্ঠপোষক মো: আনোয়ার হোসেন,পৃষ্ঠপোষক আনিছুর রহমান ফরহাদ, ইউএই প্রবাসী আবুরহাট বিজলী ক্লাবের পৃষ্ঠপোষক আলাউদ্দিন আলো, ধুমঘাট হাজী চাঁনমিয়া উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি জাফর উদ্দিন, মিরসরাই পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন, কবি ও চিকিৎসক দাউদুল ইসলাম, কবি ও সাংবাদিক শান্তিনীড় সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে শান্তিনীড়ের নবাগত ৫ প্রবাসী পৃষ্ঠপোষক সদস্যকে শান্তিনীড় পৃষ্ঠপোষক সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের উপস্থাপনায় আড্ডায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা সম্পাদক মৃদুল দাশ, শান্তিনীড় সদস্য সাইদুল ইসলাম, ইসমাঈল হোসেন খোকন, আবু বক্বর ছিদ্দিক রিশাত, আলী জাবের, মো: ইউসুফ, জামাল উদ্দিন শাহিন, মো: সাইদুল ইসলাম, মো: ইদ্রিস, মো: ইলিয়াছ, হারুন অর রশিদ, আবদুর রহিম বিশ্বাস, রিপন, আজিম, আহসানুল করিম, মো: নুরুল আজিমসহ অন্যান্য শুভানুধ্যায়ীরা।