চট্টগ্রামের ইপিজেড এলাকায় খাল খননের সময় গ্যাসের পাইপলাইন কেটে যাওয়ায় নগরীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরারহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
গতরাত (১৬ ফেব্রুয়ারি) থেকে নগরীর আগ্রাবাদ, হালিশহর ও বন্দর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া সকালে (১৭ ফেব্রুয়ারি) নগরীর আসকার দিঘিরপাড় ও জামালখানসহ আরো বেশ কয়েকটি এলাকায় বাসা বাড়িতে গ্যাস সংকট দেখা দেয়। এতে রান্না করতে না পারায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। এ অবস্থায় সিলিন্ডার কিনে রান্না করছেন কেউ কেউ।
এছাড়া নগরীর বেশির ভাগ সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস সরবরাহ না থাকায় চরম দুর্ভোগে পড়তে দেখা গেছে গাড়ি চালকদের।
শনিবার বিকেলে সিটি করপোরেশনের অধীনে খাল খনন করার সময় ইপিজেড এলাকায় গ্যাসের পাইপলাইন কাটা পড়ে।