গ্রেফতার ৫ ভারতীয় ম্যাচ পাতানোর সন্দেহে

305

শ্রীলংকায় একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে ভারতীয় নারী ক্রিকেট দল। রোববার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শেষ বলে ম্যাচটি জিতে নেয় লংকান নারী দল। যদিও প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে তারা।

ওই ম্যাচে গ্যালারি থেকে ম্যাচ পাতানোর সন্দেহে পাঁচ দর্শককে গ্রেফতার করেছে লংকান পুলিশ। তারা সবাই ভারতীয় নাগরিক।

কাতুনায়াকেতে ওইদিন ম্যাচ চলাকালীন ওই পাঁচ দর্শক গ্যালারিতে বসে অতিরিক্ত ফোন ব্যবহার করছিল। তাতে সন্দেহ জাগে আইসিসি’র অ্যান্টি করাপশন ইউনিটের। প্রথমে তাদের ডেকে গ্যালারি থেকে বের করে দেয়া হয়। পরে তদন্তের জন্য তাদের লংকান পুলিশের হাতে তুলে দেয়া হয়।

লংকান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন, ওই পাঁচ দর্শককে অতিরিক্ত মোবাইলের ব্যবহার দেখে সন্দেহ হয় তাদের। ডেকে নেয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। পরে ম্যাচ পাতানো চক্রের সদস্য সন্দেহ হওয়ায় তাদের পুলিশের হাতে তুলে দেন অ্যান্টি করাপশন ইউনিটের এক কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here