ঘন ঘন আগুন লাগার কারণ নাশকতা কিনা তদন্ত করা দরকার : ফায়ার ডিজি

19

 

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। তবে মার্কেটে দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে।

 

শনিবার সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হয়েছে।

ডিজি মাইন উদ্দিন বলেন, ঘন ঘন আগুন লাগার কারণ কোন নাশকতা নয়তো, তদন্ত করে দেখা দরকার।

এর আগে শনিবার ভোরে এই আগুন লাগে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত ১১ জন ফায়ার সদস্যসহ ২২ জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে সেনাবাহিনী ও নৌ বাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here