জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে এই উপলক্ষে আলোচনা সভা, ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা ও প্রামান্যচিত্র প্রদর্শনী হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী হাজ্বী মহসিন আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার রায় এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অহিদুল্লাহ, শিক্ষক রাজিব শর্মা ও সিরাজুল ইসলাম প্রমুৃখ।
পরে দোয়া ও মোনাজাত করা হয়েছে।