ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

173

মিরসরাই প্রতিনিধি

ছাগলনাইয়া উপজেলার ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) এই শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী হাজ্বী মহসিন আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি, ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল, পিটিএ সভাপতি আওয়ামীলীগ নেতা মোমিনুল হক, শিক্ষক সিরাজুল ইসলাম, লিপি মল্লিক, রাজিব কর্মকার।

প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের প্রধান অতিথির ব্যক্তিগত তহবিল থেকে পুরস্কারগুলো প্রদান করেন।

পরে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে মহসিন আলীকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here