চট্টগ্রামস্থ মিরসরাই এসোসিয়েশন এর দাতা সদস্যের ক্রেষ্ট গ্রহণ করলেন তরুণ ব্যবসায়ী আনোয়ার

260

চট্টগ্রামস্থ মিরসরাই এসোসিয়েশন এর দাতা সদস্যের ক্রেষ্ট গ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী আনোয়ার এগ্রো লিঃ এর স্বত্ত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সংগঠনের বার্ষিক পুনর্মিলনী সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান তার হাতে ক্রেষ্ট তুলে দেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক পূর্ণমিলনী সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান ২০১৯ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মিরসরাইয়ের মাননীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এমডি এম কামাল উদ্দিন চৌধুরী।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই অ্যাসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের(ডিজিএম) এম এ তাহের,চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের আইসিটি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল,মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ মোঃ আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান সহ উপজেলা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here