চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ। বুধবার চট্টগ্রাম পুলিশ লাইনে সিভিক সেন্টারে তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম।
তার সাফল্যে মিরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবিরকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।