ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) কদমতলি শাখায় চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে ডবলমুরিং থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশের টিম। তবে এখনও পর্যন্ত চুরির বিষয়ে বিস্তারিত জানতে পারেনি পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর চুরির ঘটনা ঘটে। বায়তুশ শরফ জিলানী মার্কেটে দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের দারোয়ানকে পাওয়া গেছে অচেতন অবস্থায়।
সরেজমিনে জানা গেছে, আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ব্যাংকটির সকালের শিফটের দারোয়ান এসে দেখেন রাতের শিফটের দারোয়ান নেই। পাশাপাশি ব্যাংকের প্রধান ফটকের তালাও ভাঙ্গা। পরবর্তীতে ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানানোর পর পুলিশ এসে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। রাতের দারোয়ানকে পাওয়া যায় মার্কেটের একটি কক্ষে অচেতন অবস্থায়।
ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ইউনাটেড কমার্শিয়াল ব্যাংকের কদমতলী শাখায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় জরুরি ম্যাসেজ যায় ব্যাংকের এক কর্মকর্তার কাছে। এ সময় প্রাথমিক সত্যতা পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংকের নিরাপত্তা কর্মীকে অচেতন অবস্থায় পায়। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় তারা। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। এদিকে, চুরি হওয়ার বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ গণমাধ্যমকে বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার পর থেকে একদল লোক ব্যাংকের তালা ভেঙে ভেতরে ঢুকে।ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্যাংকে ঢুকে চুরির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ব্যাংকের মূল তালা ভেঙে অন্য একটি তালা লাগিয়ে দিয়ে যায় দুর্বৃত্তরা।