চট্টগ্রামে করোনায় প্রাণ গেলো আরও ১ পুলিশের

211

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোখলেসুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। এ নিয়ে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন পুলিশ সদস্যর মৃত্যু হলো।

মোখলেসুর রহমান চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পুলিশ সদরদপ্তরের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন তিনি। নিহতের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানায়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে এর আগে করোনায় আক্রান্ত হয়ে ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন, এএসআই মো. আব্দুল খালেক, ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ , পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন, পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায়সহ নয়জন মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here