চট্টগ্রামে তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে মিরসরাইয়ে যুবদলের প্রস্তুতি সভা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

175
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 63.265137; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মিরসরাই প্রতিনিধি
আগামী ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে মিরসরাই উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। শনিবার (৩ মে) সকালে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভা মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফসার মিয়াজী, সদস্য সচিব ফয়েজ উদ্দিন।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক জামসেদ আলম ফারুক, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মমিনুল ইসলাম ভূঁইয়া, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাই, ধুম ইউনিয়ন যুবদল নেতা শহিদুল ইসলাম, ওসমানপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল কবির, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া, কাটাছরা ইউনিয়ন যুুবদলের সদস্য সচিব অহিদুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন য্বুদলের সদস্য সচিব জামশেদ খান, মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহেল, মিঠানালা ইউনিয়ন যুবদলের আহবায়ক হানিফ মাস্টার, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন, খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক জহির উদ্দিন সুমন, হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাঈন উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হোসেন প্রমুখ।

প্রস্তুতি সভা শেষে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বড়তাকিয়া দক্ষিন বাজারে গিয়ে শেষ হয়। এসময় ধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল উপস্থিত ছিলেন।

মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন ও জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম জানান, আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার লক্ষ্যে জোরারগঞ্জ ও মিরসরাই থানা যুবদল এবং জোরারগঞ্জ ও মিরসরাই পৌরসভা যুবদলের ১৮ টি ইউনিটের উদ্যোগে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি মিরসরাই উপজেলা যুবদলের প্রায় ১০ হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here