চট্টগ্রামে নতুন আক্রান্ত ১০১ জন, মৃত্যু ২

214

 

৯৮০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৮ জন নগরের ও ১৩ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৯ হাজার ৮০৯ জন।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা পাওয়া গেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৯৯ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫৩ জনের নমুনার মধ্যে ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা মিলেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৯৪ জনের নমুনার মধ্যে ১৩ জনের ও শেভরণে ৮২ জনের নমুনার মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মা ও শিশু হাসপাতালে ১৬ জনের নমুনার মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা পাওয়া গেছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০১ জন; এর মধ্যে ২০৮ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here