
চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন ডিসি রোড ও কোতোয়ালী থানাধীন লাভ লেইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুইজন হলেন- ডিসি রোড এলাকার কালা মিয়ার ছেলে আবদুর রশিদ (৬৫) ও লাভলেইন এলাকার আবদুল মজিদ প্রকাশ লাল্লুর স্ত্রী নাজমা বেগম (৪০)।
সোমবার (৮ জুলাই) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আবদুর রশিদ মোটর চালু করতে গিয়ে ও নাজমা বেগম বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, ডিসি রোড ও লাভ লেইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে নাজমা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
