চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

178

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন ডিসি রোড ও কোতোয়ালী থানাধীন লাভ লেইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুইজন হলেন- ডিসি রোড এলাকার কালা মিয়ার ছেলে আবদুর রশিদ (৬৫) ও লাভলেইন এলাকার আবদুল মজিদ প্রকাশ লাল্লুর স্ত্রী নাজমা বেগম (৪০)।

সোমবার (৮ জুলাই) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আবদুর রশিদ মোটর চালু করতে গিয়ে ও নাজমা বেগম বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, ডিসি রোড ও লাভ লেইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে নাজমা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here