চট্টগ্রামে ১৯,৭০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

205

 

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৭০০ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার মো: জহির (৩০) জেলার সাতকানিয়ার মো: ইউসুফের ছেলে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে র‌্যাব-৭-এর একটি দল কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জহিরকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করে জহিরের হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here