চট্টগ্রামের হালিশহরে লাইনচ্যুত ট্রেনের তেলবাহী তিনটি বগি আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উদ্ধার করা যায়নি। বগি তিনটি উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে লাইনচ্যুত হওয়া বগি তিনটি থেকে পড়া তেল পার্শ্ববর্তী মহেশ খাল হয়ে আশপাশের কৃষিজমি ও নালায় ছড়িয়ে পড়ার কারণে ফসলি জমির ব্যাপক ক্ষতি ও পরিবেশের ক্ষতি হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।
আজ (১৬ ফেব্রুয়ারি) সকালে পরিবেশ অধিদফতরের একটি টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেছে।
এর মধ্যে দুটি বগি পুরোপুরি এবং একটি আংশিক কাত হয়ে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল নিঃসরিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) প্রবেশের পথে তেলবাহী (ডিজেল) রেলের বগি তিনটি লাইনচ্যুত হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, লাইনচ্যুত বগিতে ৬০ হাজার লিটার ডিজেল ছিল। এর মধ্যে প্রায় ৪০ হাজার লিটার তেল পড়ে গেছে।
আজ দুপুর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, লাইনচ্যুত বগি তিনটি উদ্ধারে কাজ চলছে। সকাল ৭টা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। ওই বগিগুলো উদ্ধারে আরো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানায় তিনি।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, ‘বগি থেকে পড়া তেল আশপাশের কৃষিজমিতে ছড়িয়ে পড়ে পরিবেশের ক্ষতি হয়েছে। আজ সকালে আমাদের গবেষণাগার কার্যালয়ের একটি টিম দুর্ঘটনাস্থলে গেছে। নমুনা সংগ্রহ করে এনেছে।’
সূত্র : ইউএনবি