চট্টগ্রামে ৫ পত্রিকায় সংকট এখনো বিদ্যমান

177

 

দৈনিক আজাদীর সম্পাদকের বাড়ি ঘেরাওয়ের জেরে চট্টগ্রামের পাঁচ পত্রিকার প্রকাশনা বন্ধ নিয়ে সৃষ্ট সংকট যেন কাটছেই না। পত্রিকাগুলো চালু করার আকুতি জানিয়ে মানববন্ধন করেছেন ‘বেকার হয়ে পড়া’ সাধারণ বিভাগের কয়েক’শ কর্মকর্তা-কর্মচারী।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নও (সিইউজে) একই দাবিতে সমাবেশ করেছে।

পত্রিকাগুলো খুলে দেওয়ার দাবিতে গত ৬ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সিইউজে সমাবেশ করে। সোমবার (১০ আগস্ট) একই দাবিতে সংগঠনটি আবারও সমাবেশ করেছে।

সিইউজে সমাবেশে সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘মালিকপক্ষ কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে, কোনো ধরনের ঘোষণা ছাড়াই পত্রিকার প্রকাশনা বন্ধ রেখেছে। সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করেও আইনের প্রতি অবজ্ঞা দেখিয়ে মালিকরা পত্রিকা বন্ধ করেছে। এর মাধ্যমে সিইউজের আন্দোলনকে নস্যাৎ করা যাবে না। করোনার এমন কঠিন পরিস্থিতিতে মালিকদের এ অমানবিক আচরণ শুধু দুঃখজনক নয়, বিস্ময়করও।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here